
নারায়ণগঞ্জ ও সাভারে তিতাস গ্যাসের বিশেষ অভিযান: শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা আদায়তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের বন্দর ও মদনপুর এলাকাসহ সাভারের বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।সোমবার (১২ মে) গ্যাস চুরি ও অবৈধ ব্যবহার প্রতিরোধে নারায়ণগঞ্জের মদনপুর বাসস্ট্যান্ড ও বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়। এই অভিযানে নিউ মদিনা হোটেল, নিরিবিলি হোটেল, শাহজাহান টি স্টোর, ফাতেমা স্টোর, লাভলি স্টোর, আল্লাহর দান টি স্টোর, নিউ ভান্ডারী হোটেল, বাংলা বাড়ি হোটেল, মক্কা মদিনা হোটেল, নবাবি স্বাদ রেস্টুরেন্ট, নিউ আদর্শ মিষ্টি ঘর এবং একটি নামহীন হোটেলসহ মোট ১২টি প্রতিষ্ঠান থেকে আনুমানিক ২০০টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।অভিযানকালে স্টার বার্নার ৪৯টি, একটি কম্প্রেসর মেশিন, ৪টি আবাসিক চুলা, ৩৭০ ফুট বিভিন্ন ব্যাসের গ্যাস পাইপ এবং ২৫০ ফুট হোস পাইপ অপসারণ ও জব্দ করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ভোক্তার কাছ থেকে মোট দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া, যেসব সংযোগ অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছিল, সেগুলোর উৎসস্থল থেকে সংযোগ বিচ্ছিন্ন করে ‘কিলিং’ করা হয়েছে।অন্যদিকে, একই দিনে তিতাস গ্যাসের সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগ ও জোবিঅ-সাভারের আওতাধীন কলমা, চানগাও, গৌরীপুর, আশুলিয়া এবং সাভার এলাকায়ও পরিচালিত হয় আরও একটি বিশেষ অভিযান।এই অভিযানে মিটারবিহীন আবাসিক গ্রাহক মো. সিদ্দিকুর রহমানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়, কারণ তিনি অনুমোদিত সীমার বাইরে অতিরিক্ত ডাবল চুলা ব্যবহার করছিলেন। পাশাপাশি রাজু নামে এক ব্যক্তির মালিকানাধীন একটি কলোনিতে অবৈধভাবে ৪০টি ডাবল আবাসিক চুলা এবং দুটি ৪৫ ঘনফুট ক্ষমতা সম্পন্ন স্টার বার্নার স্থাপন করে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। ফলে সেখান থেকে ৪০ ফিট দৈর্ঘ্যের ৩/৪ ইঞ্চি ব্যাসের পাইপ অপসারণ করে উৎসস্থল থেকে সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন করা হয়।তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযানের ফলে প্রায় ৯১ হাজার ২৬ টাকার গ্যাস অপচয় রোধ সম্ভব হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের তদারকি ও অবৈধ সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম অব্যাহত থাকবে।