বাংলাদেশদেশের যেসব জায়গায় হতে পারে বৃষ্টি

ঢাকাসহ দেশে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই।

রবিবার (১১ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দু’টি স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কোথাও কোথাও বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও রয়েছে।

ঢাকা ও আশপাশের এলাকার জন্য সকাল ৭টা থেকে ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আকাশ থাকবে পরিষ্কার, এবং পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

গতকাল (শনিবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.১ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল দেশের কিছু অঞ্চলের জন্য অত্যন্ত গরম একটি দিন। একই দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন চাঁদপুরে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Leave a Reply