
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানকে যুদ্ধ পরিহার করে শান্তি রক্ষার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।শনিবার এক ফোনালাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারকে তিনি এই বার্তা দেন বলে জানিয়েছে জিও নিউজ।আহ্বানে সাড়া দিয়ে দার জানান, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং উত্তেজনা প্রশমনে প্রস্তুত। তবে তার শর্ত—ভারতকে অবশ্যই যেকোনো ধরনের সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে।তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ভারত উত্তেজনা বাড়ায়, তাহলে পাকিস্তান আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে। সেক্ষেত্রে দায়িত্বভার ভারতের ওপরই বর্তাবে।”এই বিবৃতি এমন সময়ে এসেছে যখন কাশ্মীর ও সীমান্তবর্তী এলাকায় ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। পাল্টাপাল্টি হামলার মধ্যে রয়েছে দুই দেশই।২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে এবং মঙ্গলবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে পাকিস্তানের বেশ কয়েকজন হতাহত হয়।পাল্টা জবাবে পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের একাধিক বিমান ও ড্রোন ভূপাতিত করেছে, তবে সীমান্ত অতিক্রম করেনি।পরবর্তীতে ভারত হামলা অব্যাহত রাখলে, পাকিস্তানও পাল্টা হামলা চালায়। ইসলামাবাদ জানায়, তারা ভারতের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে ‘ফাতেহ-১’সহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে অভিযান চালিয়েছে এবং ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে।